Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় মাটি ধসে নির্মাণ শ্রমিক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৭:৪৩ পিএম


ভালুকায় মাটি ধসে নির্মাণ শ্রমিক নিহত

ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন লিমিটেডের সীমানা প্রাচীর নির্মাণ কাজের সময় জয় আহাম্মদ (৩০) নামের নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার কাঁঠালী এলাকায়। নিহত নির্মাণ শ্রমিক উপজেলার বাশিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। 

জানা যায়, জয় রোর ফ্যাশন লিমিটেডের একজন নির্মাণ শ্রমিক, দুপুরে বেইজের নিচে নেমে নির্মাণ কাজের সময় বেইজের অপর পাশের মাটি জয়ের উপর ধসে পড়ে এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া লাশ উদ্ধার করে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল-মামুন জানান, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভালুকা মডেল থানায় হস্তান্তর করি।

নিহতের বড় ভাই সায়েম আহাম্মদ বলেন, কোম্পানির গাফিলতির কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

ভালুকা মডেল থানা পুলিশ জানান, নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কোম্পানি মালিকের কাছে মোবাইলে ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলে পরে কথা বলবো বলে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে রাখেন।
এআরএস

Link copied!