Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৯:১৬ পিএম


ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত
আবু সাঈদ ওসামা

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ী চাপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী হলেন- রাজশাহী মহানগর মতিহার থানার বুধপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আবু সাঈদ ওসামা (২২)। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (আইবিএ) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি একটি ট্রাককে ওভারটেক করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ ওসামাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এআরএস

Link copied!