Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় গৃহবধূসহ আহত ৩

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:৪১ পিএম


বাকেরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় গৃহবধূসহ আহত ৩

বরিশালের বাকেরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় গৃহবধূসহ ৩জন রক্তাক্ত জখম হয়েছে৷ আহতরা হলেন রহিমা আক্তার পপি (৩৩), তার স্বামী মাসুদ রানা (৩৯) ও পুত্র শাওন হাওলাদার (১৬)। আহত গৃহবধূ রহিমা আক্তার পপিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার পাদ্রীশিবপুর আড়াইবেকি গ্রামে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত মাসুদ রানা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকি গ্রামের মো. মাসুদ রানার সাথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মো. কামাল মৃধার সাথে বিরোধ চলছে। তার জের ধরে রোববার সন্ধ্যা ৬টার সময় মো. কামাল মৃধা ও তাহার ভাগ্নে নাসির হাওলাদারসহ অজ্ঞাতনামা ৫-৭ জন ভাড়াটিয়া মাস্তান হাতে দা, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে পাদ্রীশিবপুর নিউমার্কেট মাসুদ রানার প্রবেশ করে।

এরপর অশালিন ভাষায় গালিগালাজ করে গৃহবধূ রহিমা আক্তার পপিকে লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্যে কিশোর গ্যাং হোতা নাসির হাওলাদার আঘাত করিলে তার নাকে পরিয়া হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম হয়। স্বামী মাসুদ রানা ও পুত্র শাওন হাওলাদার তাকে বাঁচাতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে। হামলাকারীরা গৃহবধূ পপির পরিধেয় কাপড়-চোপড় টানাহেঁচড়া করিয়া শ্লীলতাহানি করে। স্থানীয় লোকজন তাদের ডাক চিৎকার শুনে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় রবিবার রাতেই ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা নেয়নি পুলিশ।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাসুদুর রহমান জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবেন।

আরএস
 

Link copied!