Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সীমান্তবর্তী মানুষের স্বাস্থ্যসেবায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৫:৫৩ পিএম


সীমান্তবর্তী মানুষের স্বাস্থ্যসেবায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

ফেনীর সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে ফোর বিজিবি ব্যাটালিয়ন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পরশুরাম উপজেলার উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে সীমান্তবর্তী গরীব ও দু:স্থদের চিকিৎসা সেবা দেয়া হয়।

ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা সেক্টর সদর দপ্তররের ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন আজরা সাবিহা হক, এএমসি ও ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) মেডিকেল অফিসার ডা. মো. মোতাহার হোসেন ভূঁঞা।

এ সময় ৮৮ জন পুরুষ, ১২৭ জন মহিলা ও ৭২ জন শিশুসহ মোট ২৮৭ ব্যক্তিকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

কেএস 

Link copied!