Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৬:০২ পিএম


পলাশবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা স্বাস্থ্য বিভাগের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মুহাম্মদ আনিসুর রহমান ও ডেন্টাল সার্জন ডা. মাহাবুব আলমসহ অন্যান্য চিকিৎসক-কর্মচারী উপস্থিত ছিলেন। শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।

স্বাস্থ্য বিভাগ জানায়, এ উপজেলার ২১৭ পৃথক কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সি ৩ হাজার ৭’শ ১জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৩ হাজার ৩’শ ৭৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

কেএস 

Link copied!