Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চকরিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৬:২৭ পিএম


চকরিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জোবায়ের (৩৬) নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রিংভং বন চেক স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জোবায়ের উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১০ নম্বর বøকের জাফর আহমদের ছেলে।  

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সকালে মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পুলিশ তল্লাশি চৌকি বসায়। এসময় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের যাত্রী জোবায়ের এর কাপড়ের ব্যাগ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। সে এসব ইয়াবা কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে পাচার করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

কেএস 

Link copied!