Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাবুর মরদেহ হস্তান্তর

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৮:৪৪ পিএম


হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাবুর মরদেহ হস্তান্তর

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক সাহাবুল হোসেন বাবু (২৩) এর মরদেহ তিনদিন পর ভারতের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় হিলি চেকপোস্ট দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়। এসময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, গেলো ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সীমান্তের ধরন্দা এলাকার ২৮৫/২৫ নং সাব সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়ে সাহাবুল হোসেন বাবু।

এসময় বিএসএফ বাবুকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় বাবু।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় দু’দেশের আইনী প্রক্রিয়া শেষে ভারতীয় পুলিশ আমাদের কাছে বাবুর মরদেহ হস্তান্তর করলে আমরা বাবুর পরিবারের কাছে হস্তান্তর করি। নিহত বাবু হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

আরএস

Link copied!