Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১১:৪৪ এএম


রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজবাড়ীতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাহিত্য সংগঠন, সরকারী দপ্তরের কর্মকর্তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা বিএনপির পক্ষে সাবেক সংসদ আলী নৈওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম পৃথক দু’টি গ্রুপে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।

এআরএস

 

Link copied!