Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি উদযাপন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৩:০১ পিএম


ভালুকায় যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি উদযাপন

ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃষা দিবস পালন করা হয়েছে। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালুকা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রসশানের সার্বিক তত্তাবধানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া আক্তার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা আ’লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক, জেলা আ’লীগের সাবেক সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ, উপজেলা ও পৌর আ’লীগ, উপজেলা পরিষদ, ভালুকা  পৌরসভা, ভালুকা মডেল থানা, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাতীলীগ, ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভালুকা উপজেলা জাতীয় পার্টি, ভালুকা উপজেলা ও পৌর বিএনপি, ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, ভালুকা প্রেসক্লাব, আসপাডা সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্প স্তবক অর্পণ করেন।

সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাতফেরী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরএস

 

Link copied!