Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৩:৫৭ পিএম


আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জস্থ আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমরান হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল কিশোর মজুমদার, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন।

উদ্বোধক ছিলেন, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য আইনুল আহমেদ তানভীর। সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাংবাদিক মো. আলী হোসেন।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান নিজাম, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসক ডা. মাকছুদুর রহমান ভূঁইয়া, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সোলায়মান ও সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্থানীয় ওয়ার্ডের সাবেক সদস্য সামছুল আলম, ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার কাজী মাহবুবুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় প্রধান অতিথি বলেন, বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন পড়ালেখার মাঝপথে ঝরে না পড়ে। কারণ, নারী শিক্ষার সবচেয়ে বড় বাঁধা হচ্ছে বাল্যবিবাহ। তাই, বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় প্রধান অতিথি বিদ্যালয়ের হলরুম, মাঠভরাট ও সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

পরে বার্ষিক ক্রীড়ার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

কেএস

Link copied!