Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ডামুড্যায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৫:১৫ পিএম


ডামুড্যায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শরীয়তপুরের ডামুড্যায় মরা খাল থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল  ৭ টায় ফরাজীর টেক নামক স্থানের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে ডামুড্যা থানা পুলিশ।

লাশ টি উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ফরাজীরটেক এলাকা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে, ফজরের নামাজের পর মসজিদ থেকে মুসুল্লীরা বের হয়ে বাড়ি যাচ্ছিল। হঠাৎ করের রাস্তার পাশে খাল থেকে গন্ধ আসায় তা দেখার জন্য জন্য একজন। প্রথমে বুজতে না পেরে আশেপাশে লোকজনকে ডাকলে তারা গিয়ে খালে লাশ ভাসতে দিখে। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করি।

সামিউল আলম বলেন, ফরাজীর টেক এলাকার মুসল্লীগন ফজরের নামাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় একজন মুসল্লীর চোঁখ যায় খালের দিকে। তিনি দেখেন ব্রীজের নিচে মানুষের মতো কি একটা ভাসতেছে। তিনি তখন সকল মুসল্লীদের ডাক দিলে সকলে গিয়ে লাশটি দেখতে পায়। পরে তারা ডামুড্যা থানায় খবর দেয়। থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে  নিয়ে আসে।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. শরীফুল ইসলাম বলেন, ১ থেকে ২ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে আমরা ধারণা করছি। লাশটি দূর থেকে জোঁয়ারের পানিতে ভেসে এসেছে। তার গায়ে কোন পোশাক ছিলনা। প্রাথমিক ভাবে দেখে মৃত্যুর রহস্য বোঝা যাচ্ছেনা। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন মিশ্চিত হওয়া যাবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে ডামুড্যা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

আরএস

Link copied!