Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভাইয়ের বিরুদ্ধে ত্রিশালে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ১১:৪৪ এএম


ভাইয়ের বিরুদ্ধে ত্রিশালে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ত্রিশালে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বুধবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব   মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে ত্রিশাল  সদর ইউনিয়নের চিকনা মনোহর এলাকার এই প্রবীণ বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান ভারাক্রান্ত মনে জানান, আমার সহোদর ভাই-ভাতিজারা সম্পত্তির লোভে পড়ে আমার পরিবারের উপর মামলা-হামলা করে চলেছেন। তারা আমার বিরুদ্ধে ৫ টি মামলা করেন।

তিনি বলেন, শুধু মামলা নয় তারা আমাকে রীতিমতো বিব্রত ও হুমকি প্রদর্শন করেন। প্রকাশ্যে দা লাঠি নিয়ে  ঘুরাফেরা করে আমাকে এবং আমার সন্তানদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের  নিকট  সুষ্ঠু বিচার দাবি করছি।

সংবাদ সম্মেলনে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা পূর্ণবাসন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, সাবেক ডেপটি কমেন্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী সহ ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

এবি
 

Link copied!