Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৫:১৩ পিএম


চট্টগ্রামে অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এ চন্দ্রিমা আবাসিক এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে বসবাসকারী ৪টি পরিবারকে উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড মোঃ মাসুদ রানা কর্তৃক পরিচালিত এ উচ্ছেদ অভিযানে সরকারের ৬ (ছয়) শতক জমি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।

জানা যায়, জনৈক জালাল কন্ডাকটর উক্ত জায়গায় টিন শেডের ঘর নির্মাণ করে শ্রমজীবী ৪টি পরিবারকে ভাড়া দেয়। তাকে বারবার নোটিশ দেওয়া হলেও কোন সাড়া দেয়নি। সরকারি জায়গা অবৈধভাবে দখলের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। যেকোন অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান পরিচালনায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে, জেলা প্রশাসক স্যারের নির্দেশেই আজকের এ অভিযান।

চট্টগ্রাম মেট্রোপলিটন ও চান্দগাঁও থানা পুলিশ এবং চান্দগাঁও ভূমি অফিসের কর্মচারীরা এ অভিযানে সহায়তা করেন।

কেএস

Link copied!