Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

দক্ষিণখান (উত্তরা) প্রতিনিধি :

দক্ষিণখান (উত্তরা) প্রতিনিধি :

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৮:২২ পিএম


খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনের ধাক্কায় ইফতিয়াক রাব্বি (৩৩) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে খিলক্ষেত রেলগেট এলাকায় জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর।

তিনি বলেন, সকালে জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় খিলক্ষেত রেলগেট এলাকায় ইফতিয়াক রাব্বি নামে এক যুবকের মৃত্যু হয়। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম জানা গেছে। তবে পরিচয় পত্রটি তার কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এসআই আলী আকবর বলেন, জানতে পেরেছি তিনি প্রস্রাব করতে রেল লাইনের পাশে বসছিলেন এসময় ট্রেনটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো বলেন, ইফতিয়াক রাব্বির আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরএস

Link copied!