ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৭:৪৪ পিএম
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে সব ছাত্রছাত্রী বই পায় এমন নজির সারা বিশ্বের কোথাও নেই। এতেই বুঝা যায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ আজ মর্যাদার আসন পেয়েছে কর্মক্ষমতা ও কর্মদক্ষতা এবং মানুষের সেবার মাধ্যমে দেশ পরিচালনা করে।
শুক্রবার সকালে তার নিজ নির্বাচনি এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে শিশু শিক্ষার্থী ও গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অনেকেই তো ভবিষ্যৎ বাণী করেছিল করোনার ফলে দেশ শেষ হয়ে যাবে। করোনা হলেও সেটা সফল ও সঠিকভাবে মোকাবিলা করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরবর্তীকালে সারা পৃথিবী যে গতিতে হাঁটছে বাংলাদেশ তার চেয়ে একটু বেশি গতি নিয়েই সামনের দিকে এগিয়ে চলছে।
এবি