Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

পূবাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ১২:২১ পিএম


পূবাইলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গাজীপুর মহানগরীর পূবাইল মাজুখানে একটিভ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মো. খোরশেদ আলম। সাবেক কমান্ডার পূবাইল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ড ও হাসানুল বান্না মজু আহবায়ক ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন, হাসানুল বান্না মজু। এর আগে প্রতিযোগিতায় ২শ মিটার দৌড়, বিস্কুট দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড় এবং মোড়গের লড়াইসহ বিভিন্ন  ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়।

এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন একটিভ প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল এর শিক্ষার্থীরা।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, প্রতিষ্ঠাতা সভাপতি পূবাইল থানা আওয়ামী লীগ ও ৪০নং ওয়ার্ড কাউন্সিলর। অধ্যক্ষ এম জাহিদ আল মামুন সাধারণ সম্পাদক পূবাইল থানা আওয়ামী লীগ। মো. বিলাল হোসেন, সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ছোলেমান মোল্লা সদস্য সচিব ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ। আবু হানিফ মাসুম মোল্লা,সাইফুল্লাহ আল মুক্তাদির নয়ন, মো. আব্দুর রশিদ, মো. আব্দুল বাছেদ, ছাত্রলীগ নেতা মিনহাজুল ইসলাম, নাজমুল ইসলাম তপু, এস এম কাওসার আহম্মেদ, সাজিদ হোসেন সবুজ, প্রতিষ্ঠানের পরিচালক রুস্তম আলী, হাজী মনসুর আলী, ইলিয়াস মিয়া অভিভাবক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদের পূবাইল প্রতিনিধি মো. রবিউল আলম, ফেরদৌসী আক্তার লিলি, একটিভ প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুল এর সহকারী প্রধান শিক্ষক মো. আরিফ হোসেন ও তাসফিয়া তাসনিম অঙ্গনা।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের পরিচালক ও সভাপতি মো. মাসুদ রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রতিষ্ঠানের পরিচালক ফজলুল হক মাস্টার ও আতিকুর রহমান আতিক।

এআরএস
 

Link copied!