Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধামইরহাটে ফেন্সিডিলসহ আটক ৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৩:৪৭ পিএম


ধামইরহাটে ফেন্সিডিলসহ আটক ৩

নওগাঁর ধামইরহাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে  ২শত ৪ বোতল ফেন্সিডিলসহ ৩জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার উত্তর চকরহমত নামক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক আসামিরা হলো-একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. নজরুল ইসলাম (৫৬) এবং তার দুই ছেলে মো. তরিকুল ইসলাম(২৫) এবং মো. বাপ্পি(১৮)। ওইদিন রাত ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল কাম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে শুক্রবার সন্ধায় উপজেলার সীমান্ত এলাকা উত্তর চক-রহমত গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২শত ৪বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

পরবর্তীতে আটক আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের এর মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

আরএস

Link copied!