Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে প্রানিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৪:৪৬ পিএম


বাকেরগঞ্জে প্রানিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

বরিশালের বাকেরগঞ্জে প্রানিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে প্রানিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।

উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আবুজর মোঃ ইজাজুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সালেহ আল রেজা, ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিরুল ইসলাম সোহাগ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা অনন্যা কবির, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, মোঃ শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।

প্রানিসম্পদ প্রদর্শনী মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খামারীরা গবাদিপশু ও পাখি নিয়ে আসেন।

আরএস
 

Link copied!