Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকনে মালবাহী ট্রাক, নিহত ১

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০১:২৪ পিএম


চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকনে মালবাহী ট্রাক, নিহত ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়েকর চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক চায়ের দোকানে ঢুকে পড়লে চাপায় মো. ওসমান গণি (১৫) নামে দোকান কর্মচার নিহত হয়েছেন। এসময় অপর কর্মচারী মো.ইছমাইল (২৫) সহ দুইজন আহত হন।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাং পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গণি হারবাং ইউনিয়নে গয়ালমারা এলাকার নূর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন নামে এক ব্যক্তি জানান, সকালে কক্সবাজারগামী পাথর বোঝাই একটি ১০ চাকার ট্রাক মহাসড়কের হারবাং পেট্রল পাম্প এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পূর্বপাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় এক কর্মচারী নিহত ও অপর ২জন আহত হয়। আহতকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমন চৌধুরী জানান, নিহত কর্মচারীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

এবি
 

Link copied!