ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০২:৫১ পিএম
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০২:৫১ পিএম
ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত করিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত সৈকত রহমান (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী-পাকশী সড়কের দিয়াড় বাঘইল সায়েনউদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সৈকত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারি প্রতিষ্ঠান দ্যা সিভিল ইঞ্জিনিয়ার্স কোম্পানিতে কর্মরত ছিলেন। সৈকত ঈশ্বরদী শহরের আলোবাগ এলাকার গোলাম রসুলের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে মোটরসাইকেলযোগে সৈকত বিদ্যুৎকেন্দ্রে কাজে যোগাদান করতে যাওয়ার পথে সায়েনউদ্দিন মোড়ে ইঞ্জিন চালিত অবৈধ করিমন (কুত্তা গাড়ি) গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, ঘাতক করিমন গাড়িটিকে আটক করা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআরএস