শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৩:০০ পিএম
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৩:০০ পিএম
গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ী নাঈম ফরাজীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাড়ির ১৮ টি সেমিপাকা ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৬ টায় শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি (ছাপিলা পাড়া) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ী নাঈম ফরাজী জানান, সকালে নরসিংদীর বাবুরহাটে ব্যাবসায়িক কাজের মালামাল আনার জন্য রওনা দিচ্ছিলাম। এ সময় ভাড়াটিয়ারা চিল্লাচিল্লি শুরু করলে আগুন লাগার খবর পাই। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। মুহুর্তেই আগুন পাশের ১৮টি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে প্রত্যেকের ঘরে থাকা ফ্রিজ, টিভি, আলমিরা ওয়ারড্রপ, সোকেস, হাড়িপাতিল রাখার সেলফ ও খাটসহ সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
এতে বাড়ির মালিকের নগদ এক লাখ ৩০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ১৮ টি ঘরে আশপাশের হেমস্ গার্মেন্টস, আমান টেক্সটাইল, লাক্সমা গার্মেন্টসের শ্রমিকেরা ভাড়া থাকতো। অগ্নিকাণ্ডে পোশাক শ্রমিকদের ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় তারা নি:স্ব হয়ে গেছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে ৬ টায় ঘটনাস্থলে পৌঁছে। আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ থেকে ১৫ লাখ টাকা হবে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এআরএস