নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৫:৫৩ পিএম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৫:৫৩ পিএম
ফতুল্লায় পরকীয়া সম্পর্ক টিকিয়ে রাখতে এক বছরের শিশু মরিয়ম হত্যা মামলায় প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে শিশু মরিয়মের মাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
এছাড়াও উভয় দণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের জেল দিয়েছেন আদালত।
এ মামলায় অপর একটি ধারায় উভয়কে ৭ বছরের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে তহুরা এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামীদ্বয় উপস্থিত ছিলেন। মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার লিচু আকন্দের ছেলে সোলাইমান ও আমৃত্যু কারাদণ্ড আসামি হলেন, পটুয়াখালীর গলাচিপা থানার নয়া হাওলাদারের মেয়ে বিলকিস।
রায়ের সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা বলেন, ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিত্বে এ রায় ঘোষণা করা হয়েছে।
কেএস