Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৬:২৫ পিএম


বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

দেশের মৃধা বংশীয়দের সংগঠন বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি)  দুপুরে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধাবাড়িতে এ  অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান ও জাতীয় সংসদের সাবেক সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

পায়েল মৃধা ও সোয়েবুর মৃধার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা ও স্বাগত বক্তব্য রাখেন হাসিব মৃধা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লৌহজং উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন। আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ ওমর ফারুক মৃধা।

অনুষ্ঠানে সারাদেশ থেকে মৃধা বংশের অনেক মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভার শুরুতে কোরআন তিলাওয়াত ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাধারণ সভা ও আলোচনা সভা শেষে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা জনাব ফাইজ উদ্দিন মৃধা।

এবি
 

Link copied!