Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কলারোয়া সীমান্তে ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৮:৫৩ পিএম


কলারোয়া সীমান্তে ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১

ভারতে পাচারকালে আটটি স্বর্ণের বারসহ আমীর হোসেন (৪৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কাকডাঙ্গা থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক আমীর হোসেন কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. আশরাফুল হক (পিএসসিজি) বিয়য়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৮টি সোনার বার পাওয়া যায়। এগুলোর ওজন ৯৩৩ গ্রাম, যার বর্তমান বাজার মূল্য ৭৩ লাখ ৮০ হাজার ১৪৩ টাকা।

কেএস 

Link copied!