Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

‘বিপদে সংকটে বই মানুষের জীবনে অনিঃশেষ প্রেরণার উৎস’

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১২:৩২ পিএম


‘বিপদে সংকটে বই মানুষের জীবনে অনিঃশেষ প্রেরণার উৎস’

‍‍`বিপদে, সংকটে বই মানুষের জীবনে অনিঃশেষ প্রেরণার উৎস।‍‍` রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে শিক্ষা ও সেবামূলক সংগঠন ‍‍`আলোকবর্তিকা‍‍`র সদস্যদের মাঝে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার দেওয়ার সময় এ কথা বলেন।

এ সময় রবি উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম আলোকবর্তিকার আলোকচ্ছটাদের উদ্দেশ্যে আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ যে উন্নত বাংলাদেশ গঠনের রূপরেখা প্রণয়ন করেছেন, তার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে তোমাদের তৈরি হতে হবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদর্শিত পথ এবং মুক্তিযুদ্ধের চেতনা  নিজেদের মধ্যে ধারণ করতে হবে এবং তদুনাযায়ী কাজ করার মধ্যেই স্বদেশপ্রেম নিহিত। এ কারণে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে।

এসময় আলোকবর্তিকার তরুণ  আলোকচ্ছটরা তাদের আনন্দ অনুভূতি প্রকাশ করেন এবং গ্রন্থ উপহার দেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজমকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বই উপহার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং আলোকবর্তিকার প্রতিষ্ঠাতা সভাপতি সুমনা আক্তারসহ তরুণ আলোকচ্ছটারা উপস্থিত ছিলেন।

আরএস
 

Link copied!