Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

সাতক্ষীরায় আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০২:৩২ পিএম


সাতক্ষীরায় আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরার তালায় জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তালা প্রেসক্লাবের হল রুমে দৈনিক আমার সংবাদ প্রত্রিকার কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু। তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও আমার সংবাদের প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো. রুহল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, আমার সংবাদের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন তালা প্রেসক্লাবের উপদেষ্টা এম এ হাকিম বীর মুক্তিযোদ্ধা রহিম সরদার।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ ফয়সাল,সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, সাংবাদিক অজুর্ন বিশ্বাস, তাপস সরকার শেখ সাজ্জাত প্রমূখ।

এসময় অতিথিরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক আমার সংবাদ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক আমার সংবাদ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরএস

 

Link copied!