Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সিরাজদীখানে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৬:০৭ পিএম


সিরাজদীখানে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুন্সীগঞ্জের সিরাজদীখানে যানজট নিরসনের লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সিরাজদীখান বাজারের সিএনজি স্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

এসময় তিনি দুইটি অটোরিকশা,দুইটি সিএনজি, দুইটি ট্রলিকে একদিনের সাজা হিসেবে থানা হেফাজতে পাঠান এবং চালকদের সতর্ক করা হয়। এছাড়া একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এবং হেলমেট বিহীন থাকায় এক হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা জানান, সিরাজদীখান বাজারে প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি করে অটোরিকশা, সিএনজি ও ট্রলি গাড়ি গুলো। আজ সোমবার যানজট নিরসনের লক্ষ্যে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। এ সময় ৬টি গাড়িকে একদিনের সাজা হিসেবে থানা হেফাজতে পাঠিয়েছি। সাজা শেষে গাড়ির মালিকেরা শর্তসাপেক্ষে গাড়িগুলো থানা থেকে নিতে পারবেন। যদি তারা দ্বিতীয়বার এরকম যানজট সৃষ্টি করে, তবে কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যানজট নিরসনে আমাদের এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

কেএস 

Link copied!