টাঙ্গাইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৬:৫০ পিএম
টাঙ্গাইল প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৬:৫০ পিএম
‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে ‘পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) টাঙ্গাইলের আয়োজনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার।
টাঙ্গাইল বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইলের ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. দেলোয়ার হোসেন, মেডিকেল অফিসার ডা. মুহম্মদ আজিজুল হক, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম, ভোরের কাগজের টাঙ্গাইল প্রতিনিধি সাইফুর রহমান ফারুক প্রমুখ। ২৪০ জন পেশাজীবী গাড়ি চালক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
কেএস