Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চাটমোহরে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৯:২৪ পিএম


চাটমোহরে নিখোঁজ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পাবনার চাটমোহর থানা পুলিশ এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করেছেন। বাড়ি থেকে নিখোঁজের ৫ দিন পর পাওয়া গেলো অর্ধগলিত যুবকের লাশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের পার্শ্ববর্তী নলগাড়ি বিল এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে ইসমাইল হোসেন (২৮) নামক পাঁচদিন নিখোঁজ থাকা এ যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেন।

মৃত ইসমাইল হোসেন হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত সানোয়ার হোসেন মোল্লার ছেলে।
জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন ইসমাইল হোসেন।

এ ব্যাপারে তার স্বজনরা ২৫ ফেব্রুয়ারি রাতে চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরী করেন এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

সোমবার সকালে কৃষকেরা ভুট্টা ক্ষেতে তার লাশ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে মৃত ইসমাইলের স্ত্রী মাহমুদা খাতুন তার স্বামীর লাশ শনাক্ত করেন।

এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএস 

Link copied!