Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মেহেরপুরে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৪:৫২ পিএম


মেহেরপুরে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত

মেহেরপুরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সাইদ হোসেন (১১) ও রুবেল হোসেন (১১) নামের শিশু আহত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে সদর থানা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বাড়ি মেহেরপুর থানা পাড়ায়।

স্থানীয়রা জানিয়েছে, সাইদ হোসেন ও রুবেল হোসেন দুজনে খেলা খেলছিলো। এসময় টেপদিয়ে মড়নো একটি বস্তু দেখতে পায়। সেটিকে বল ভেবে খেলার সময় বিস্ফোরনের ঘটনা ঘটে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার অমৃত সরকার জানান, বোমার আঘাতে দুই শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে। আহতদের মধ্যে সাঈদের বোমা বিস্ফোরণের ফলে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।

কেএস 

Link copied!