Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে সম্মাননা প্রদান

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৯:১০ পিএম


চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে সম্মাননা প্রদান

খুলনা রেঞ্জের ১০ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাওহীদ গ্রুপের পক্ষ থেকে থেকে চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহব্বুর রহমান কে শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।   

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সদর থানায় এ শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন 
তাওহীদ গ্রুপ, তাওহীদ ক্যাটল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও বিসিক যুব ও নারী উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিঃ তাওহীদুল ইসলাম, তাওহীদ গ্রুপের সিইও মোঃ তাহমিদ হাসান তমাল সহ অনেকে, এসময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান কাজল উদ্যোক্তা তাওহীদুল ইসলাম শুভকামনা জানান।

উল্লেখ্য, খুলনা রেঞ্জের ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহব্বুর রহমান কাজল, আজ ১৪ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকায় খুলনা রেঞ্জ ডিআইজি মইনুল হক, বিপিএম (বার) সিপিএমের সভাপতিত্বে জানুয়ারি ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, আইন শৃঙ্খলা রক্ষা, মামলা নিষ্পত্তি সহ চুয়াডাঙ্গা সদর থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জনাব মোঃ মাহাব্বুর রহমান কাজল, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা কে খুলনা রেঞ্জের ডিআইজি শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে ঘোষণা করেন।

কেএস 

Link copied!