Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৯:৪৩ পিএম


ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বকসিবাড়ী এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)  সকালে।

নিহত ছাত্র হলেন- উপজেলার ঢালজোড়া ইউনিয়নের  বাংগুরী গ্রামের রহমান আলী ছেলে সোহান হোসেন (১৮)।

 পুলিশ ও এলাকাবাসী জানায়, সোহান কালিয়াকৈর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির  ছাত্র। মঙ্গলবার সকালে কলেজ ছুটির পর মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার সময়  কালিয়াকৈর-ধামরাই  আঞ্চলিক সড়কের উপজেলার বকসীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

 এ সময় মোটরসাইকেল থেকে সোহান  ছিটকে সড়কের উপর পড়লে সোহানের পায়ের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে সোহান গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে । তবে নিহতের বিষয়টি আমার জানা নাই।

এআরএস

Link copied!