Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছোট ভাইয়ের বউকে কামড়ে আহত করল বড় ভাই

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

মার্চ ১, ২০২৩, ০৭:৫৯ পিএম


ছোট ভাইয়ের বউকে কামড়ে আহত করল বড় ভাই

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরের টিনের চালে উঠে বরই পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের বউয়ের গালে কামড় দিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে পাঁচভাগ ইউনিয়নের খুরশিদ মহল গ্রামে । গুরুতর আহত হলেন ওই এলাকার নাজমুল ইসলামের স্ত্রী মোছা. আম্বিয়া আক্তার। 

বুধবার (১ মার্চ) সকালে এঘটনায় পাগলা  থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

জানা যায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কাতার প্রবাসী নাজমুল ইসলাম (৪০) ও আম্বিয়া আক্তার (৩১)  দম্পতির ছেলে লাবিবব (৭) প্রতিবেশী বদরুল আমিনের বড়ই গাছ থেকে বরই পাড়তে যায়। বরই পাড়তে গিয়ে চাচা শফিকুল ইসলামের টিনের চালে ওঠে।

এ নিয়ে শফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী দ্বীনা আক্তারছোট ভাইয়ের স্ত্রীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে উভয়ের মধ্যে মারপিঠের ঘটনা ঘটে একপর্যায়ে নাজমুল তাঁর ছোট ভাইয়ের স্ত্রী মোছা. আম্বিয়া আক্তারের গালে কামড় দিয়ে ও কাঠ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় ও  স্বজনরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আম্বিয়া আক্তার বাদি হয়ে পাগলা থানায় অভিযোগ দায়ের করে।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরএস
 

Link copied!