Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ত্রিশালে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

মার্চ ২, ২০২৩, ০১:৫২ পিএম


ত্রিশালে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহের ত্রিশালে জাঁকজমকপূর্ণভাবে দৈনিক আমার সংবাদের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 
বৃহস্পতিবার সকালে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম।

ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি   মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাইন উদ্দিন, সাপ্তাহিক ত্রিশাল বার্তা সম্পাদক  ও প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আজাদ আনোয়ার, নাগরিক টিভির ময়মনসিংহ জেলা প্রতিনিধি  খোরশিদুল আলম মজিব, উপজেলা আওয়ামী লীগ নেতা  আব্দুল্লাহ আল মামুন বাবু , ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল  প্রতিনিধি  মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, ত্রিশাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, আমাদের কন্ঠ প্রতিনিধি মোঃ মিনহাজ,   আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশীদ, মানব জমিন প্রতিনিধি শফিকুল ইসলাম, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি এস এম মাসুদ, স্বাধীন মত প্রতিনিধি আবু রায়হান ,  দৈনিক আজকালের খবর প্রতিনিধি আতিকুল ইসলাম বাবলু, আমাদের নতুন সময় প্রতিনিধি হারুন রশিদ দৈনিক  কালবেলা প্রতিনিধি ফাহাদ প্রমূখ।

আরএস

Link copied!