Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

সারাদেশে পালিত হচ্ছে ভোটার দিবস

মো. মাসুম বিল্লাহ

মার্চ ২, ২০২৩, ০২:২০ পিএম


সারাদেশে পালিত হচ্ছে ভোটার দিবস

ভোট হলো অধিকার, নির্বাচনের দ্বারা ক্ষমতার পালাবদলের হাতিয়ার। ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’-এই স্লোগানেই আজ ২ মার্চ পালিত হচ্ছে ৫ম জাতীয় ভোটার দিবস। নির্বাচন কমিশন এই দিবসকে সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্যাপন করা হচ্ছে। সারাদেশ থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য নিচে তুলে ধরা হল-

সিরাজগঞ্জ প্রতিনিধি: "ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সমানে রেখে সিরাজগঞ্জে যথাযথ মর্যাদায়  জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে  শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলনে কক্ষে  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম। সভায় দিবসটির উপর গুরুতারোপ করে বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক  আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া, সাবেক জেলা আ.লীগের  সহ- সভাপতি  আবু ইসাক তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার গাজী সোরহাব আলী সরকার প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। বক্তারা বলেন, গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসাধারণ বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে ভোটার দিবস পালন করা হয়। বাংলাদেশেও ২ মার্চ ভোটার দিবস পালন করা হয়। বর্তমান সরকার নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী ২০১৯ সালে ২ মার্চ তারিখ-কে জাতীয় ভোটার দিবস হিসেবে ঘোষণা করে। এর পর হতে যথাযগ্যে মর্যাদায় প্রতিবছর ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হয়ে আসছে। ভোটার হওয়ার মাধ্যমে একজন নাগরিকের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের পথ সুগম হয়। ভোটার হওয়ার যোগ্যতা অর্জনের সাথে সাথে যেন একজন নাগরিক ভোটার হন, সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। কোন ভোটার হওয়ার যোগ্য নাগরিক ভোটার তালিকা হতে যাতে বাদ না পড়েন এবং কোন কারণে কেউ ভোটার তালিকা হতে বাদ পড়েলে কিভাবে ভোটার হিসেবে থাকলে কিভাবে নাম অন্তর্ভুক্ত করবেন, নিবন্ধনের জন্য কী কী দলিলাদি প্রয়োজন, কোথায় নিবন্ধিত হবেন, কেন ভোটার হবেন, কেন ভোট দেবেন ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে ভোটার দিবসের মূল লক্ষ্য। এ সময় নির্বাচন কর্মকর্তা নুরজাহান খাতুন, সহকারী প্রোগ্রামার (আউটসোর্সিং) মোঃ ইমরুল হাসান, উচ্চমান সহকারী মোঃ বাবুল আকতার, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ মনিরুল ইসলাম,আয়শা সিদ্দিকা, মোঃ আল-আমিন সরকার, ষাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর মোঃ আব্দুল হামিদ সরকার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’-এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ ঘটিকা উপজেলা সম্প্রসারিত ভবন চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম শাহাদত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহ্মেদ, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপজেলা প্রকৌশলী অনতু বল, বীর মুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নবীন হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সভাপতি আবু সাইদ মোঃ ইকবাল ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার খানজাদা শাহরিয়ার বিন মান্নান বলেন, বর্তমানে বিভিন্ন আর্থিক ও সামাজিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে। তাই সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র কার্যক্রমকে সকলে সহায়তা করুন। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসে দিনব্যাপী বিভিন্ন ভোটার সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কেরানীগঞ্জ প্রতিনিধি: ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ এর সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, সহকারী কমিশনার (ভূমি) আমেনা মার্জান, কৃষি কর্মকর্তা শহিদুল আমিন, উপজেলা প্রকৌশলী মাহমুদউল্লাহসহ, কেরানীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলসহ অনেকে।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিদ: "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা নির্বাচন অফিসার মমিনুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবীর, উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, সাংবাদিক ও সুধীজনসহ আরো অনেকে।

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: ‘ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে’ এই  প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদনে পঞ্চম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে র‌্যালি  শুরু করে পৌর সদরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কমিশনার মোঃ হামিদ ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মাস্টার), বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, জুবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাজী করনি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাংবাদিক সাকের খান,  পরিবার পরিকল্পনা অফিসার সিরাজুল ইসলাম প্রমুখ।

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হয়েছে। ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এ প্রতিপাদ্য নিয়ে  বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ থেকে  একটি র‍্যালি বের হয়। র‍্যলিটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম, অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আঃ হাই মিয়া, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান রিজু প্রমূখ। এসময় বিভিন্ন  শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: "ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে" প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে কালিহাতী নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী। পরে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে,  উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফারুকুজ্জামান ও কালিহাতী নির্বাচন অফিসের অফিস সহকারী জাহিদুল ইসলাম।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটার দিবস পালন করা হয়। পরে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তামান্না রহমান জ্যোতি, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম, নির্বাচন অফিসার নাজমা সুলতানা প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুরে উদযাপিত হয়েছে জাতীয় ভোটার দিবস। বৃহস্পতিবার (২ মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি প্রমুখ। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া বলেন, উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮ শ ৬৯ জন। তার মাঝে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ১২৬ জন ও নারী ভোটার ১ লাখ ৪৬ হাজার ৭ শ ৪৩ জন।

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় জাতীয় ভোটার দিবস পালিত হয় দিবসটি উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ ক্যাম্পাস সংলগ্ন এলাকায় র‌্যালি শেষে নির্বাচন অফিসারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে নির্বাচন কার্যালয়ের সামনে তিনটি পায়রা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধ এম এ খালেক খান, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ। 

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস-২০২৩। বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে দিবসের শুভ উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ভোটার সেবা কার্যক্রমের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়াম সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাচন অফিসে ভোটার সেবা কার্যক্রম পরিচাললিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস, কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ শ্লোগানকে সামনে রেখে দিরাইয়ে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন‍‍`র সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শেখ ফরিদ‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, দিরাই সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ধীমান কীর্তনিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, ইউপি চেয়ারম্যান পরিতোষ রায়, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ প্রমুখ।

পার্বত্যাঞ্চল প্রতিনিধি: "ভোট হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে  খাগড়াছড়িতে  জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা  নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালের দিকে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। খাগড়াছড়ি জেলা  শহরের চেঙ্গী স্কয়ার থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের হয়ে  জেলা শহরের  প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভোটার দিবসের   উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান। এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন অফিসার এসএম মহীউদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি  সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় ভোটার দিবসে  বক্তারা বলেন  গণতন্ত্রকে সুসংহত করতে এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ভোটারযোগ্য নাগরিকের অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ। তাই ভোটার হওয়ার অধিকার একটি নাগরিক অধিকার, সর্বজনীন অধিকার। ভোটারদের জন্য একটি দিন খুবই গুরুত্বপূর্ণ, একটি দিন। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।

নীলফামারী প্রতিনিধি: জাতীয় ভোটার দিবস ২০২৩ উপলক্ষে নীলফামারীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভোটার দিবসের উদ্বোধন শেষে, একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোহান্মদ মোস্তাফিজুর রহমান পিপি এম, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহম্মেদ। আলোচনা সভায়, উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ।


কেএস 

Link copied!