Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

কোনাবাড়ি-কাশিমপুরে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ২, ২০২৩, ০৩:০১ পিএম


কোনাবাড়ি-কাশিমপুরে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ বছরে পর্দাপণ উপলক্ষে কোনাবাড়ি ও কাশিমপুর প্রতিনিধির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার কোনাবাড়ি প্রতিনিধি অজয় সরকার ঝুটনের নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয়।

আয়োজনে গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএমপি কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাওফিল আজাদ রাফি।

আরও উপস্থিত ছিলেন, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক ইসলাম, কোনাবাড়ি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কবির খান, এশিয়ান টিভির মহানগর প্রতিনিধি সোহেল মাহামুদ, ডিবিসি নিউজের সাংবাদিক রমজান আলী, দৈনিক আমার সংবাদ পত্রিকার কাশিমপুর প্রতিনিধি মোত্তাসিম সিকদার রাজীবসহ কোনাবাড়ি ও কাশিমপুর স্থানীয় সাংবাদিকগণ।

আরএস

Link copied!