Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাউজানে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাউজান প্রতিনিধি

রাউজান প্রতিনিধি

মার্চ ২, ২০২৩, ০৩:৩০ পিএম


রাউজানে আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামের রাউজান উপজেলায় দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ বছর পূর্তি ও ১১বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটার মাধ্যমে দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুর ২ ঘটিকার সময় রাউজান পৌরসভার সম্মেলন কক্ষে দৈনিক আমার সংবাদ পত্রিকার  ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও দৈনিক আমার সংবাদ পত্রিকার রাউজান প্রতিনিধি লোকমান আনছারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক এম কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদ মাহমুদ, সদস্য রতন বড়ুয়া,সঞ্জয় বড়ুয়া মুন্না সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেএস 

Link copied!