Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কুড়িগ্রামে আমার সংবাদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

মার্চ ২, ২০২৩, ০৩:৪৬ পিএম


কুড়িগ্রামে আমার সংবাদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে বহুল আলোচিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কেক কাটার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) আলহাজ্ব মোঃ জাফর আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দিন, কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার, আমার সংবাদ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ও আমার সংবাদ পত্রিকার সকল উপজেলা প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী বলেন, পত্রিকাটি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠক প্রিয়তা অর্জন করেছেন। তিনি দৈনিক আমার সংবাদের সার্বিক মঙ্গল কামনা করেন। পত্রিকাটি আগামীতে আরো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন  নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য।

কেএস 

Link copied!