হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
মার্চ ২, ২০২৩, ০৩:৪৮ পিএম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
মার্চ ২, ২০২৩, ০৩:৪৮ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমির হোসেন (৪৭) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আমির হোসেন সাতকানিয়া উপজেলার বাসিন্দা নুরুল ইসলামের পুত্র বলে জানা গেছে। সে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছে দীর্ঘদিন ধরে।
জানা যায়, ড্রাম ট্রাক থেকে বালু নামানোর সময় ৩৩ কেভি ভোল্টেজের একটি লাইন ট্রাকের সাথে লেগে যায়। এতে করে ট্রাকের কেবিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকা পড়ে আমির হোসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্ধার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইহাবুল আলম তাকে মৃত ঘোষণা করে। পরে নিহতের মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ।
এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন সবুজ প্রতিবেদককে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট নিহত ট্রাক চালক আমির হোসেনের মরদেহ বৃহস্পতিবার সকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
কেএস