Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী

লালমনিরহাটে আলোচনা সভা-কেককাটা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

মার্চ ২, ২০২৩, ০৪:৪২ পিএম


লালমনিরহাটে আলোচনা সভা-কেককাটা অনুষ্ঠিত

লালমনিরহাটে দৈনিক আমার সংবাদ পত্রিকার দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় লালমনিরহাটের এলজিইডি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে  আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক আমার সংবাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এস.আর শরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সম্পাদক মো. সাখোয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান সুজন, সমাজসেবক ও লেখক ফেরদৌসী রহমান বিউটি, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম।

আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক মো. মোফখখারুল ইসলাম মজনু, মো. জাহাঙ্গীর আলম শাহিন, মো. আহমেদুর রহমান মুকুল, মো. আলতাফুর রহমান আলতাফ, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান।

বক্তব্য রাখেন সাংবাদিক জিন্নাতুল ইসলাম জিন্না, হেলাল হোসেন কবির, মনিরুজ্জামান মনির, মাসুদ রানা বাশেদ, নিয়ন দুলাল, রেজাউল করিম মানিক প্রমুখ।

এ সময় লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এআরএস

Link copied!