Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

গফরগাঁওয়ে কুরআনের হাফেজের ঝুলন্ত লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

মার্চ ২, ২০২৩, ০৮:১১ পিএম


গফরগাঁওয়ে কুরআনের হাফেজের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের শিলাসী এলাকার সুফিয়ান ভিলা থেকে রাহাদ(১৫) নামে এক কুরআনের হাফেজের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা গ্রামের সুফিয়ান সারোয়ারের ছেলে। বৃহস্পতিবার (২ মার্চ) সন্ধ্যায় নিজ বাসা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে অনেক ডাকাডাকি করেও রাহাদের সারা পায়নি পরিবারের লোকজন। পরে প্রতিবেশিদের সহযোগীতায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

বিকালে কোন এক সময় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা পুলিশে খবর দিলে মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরএস

 

Link copied!