Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

জাজিরায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি :

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি :

মার্চ ২, ২০২৩, ০৯:৪১ পিএম


জাজিরায় আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক আমার সংবাদ পত্রিকার ১১ বছরে পদার্পন উপলক্ষে জাজিরায় কেক কাটা দিয়ে শুরু করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২ মার্চ) জাজিরা উপজেলার কাজিরহাটে এ আয়োজন করা হয়। 

এ সময়ে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা প্রেসক্লাবের অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার জাজিরা উপজেলা প্রতিনিধি ইমরান হোসাইন, নিরাপদ সড়ক চাই (নিসচা) এর জাজিরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জামাল মাদবর, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবক আব্দুর রহিমসহ জাজিরা উপজেলার বিভিন্ন মহলের গুরুত্বপূর্ন ব্যক্তি বর্গরা।

এছাড়াও স্বশরীরে উপস্থিত না থাকতে পারলেও মোবাইলে আমার সংবাদ পত্রিকার ১১ বছরে পদার্পণে শুভেচ্ছা ও সফলতা কামনা করেছেন অনেক শুভাকাঙ্ক্ষীরা।

এসময়ে এখন টেলিভিশন এর শরীয়তপুর জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামান মোবাইল ফোনে যুক্ত হয়ে বলেন, আমার সংবাদের জাজিরা প্রতিনিধি হিমেল আহম্মেদ অপি সাংবাদিকতায় উজ্জ্বল ভবিষ্যৎ তৈরী করুক এবং আমার সংবাদের পত্রিকা আগামীতে আরও সফলমন্ডিত হোক।

একই সাথে শরীয়তপুর চ্যানেল24 এর জেলা প্রতিনিধি এস এম রবিন ও সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি পলাশ খান সহ আরও অনেকেই আমার সংবাদের বিগত বছর গুলোর সাফল্য আগামীতেও বাজায় থাকবে বলে মন্তব্য করেন।

আরএস

Link copied!