Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৩, ০৩:২৫ পিএম


বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মিরেরটেক এলাকার নিহত বিল্লাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকার সর্বস্তরের জনগণ।

শনিবার (৪ মার্চ) দুপুরে এশিয়ান হাইওয়ের রাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন- স্হানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য মনির হোসেন, আওয়ামী লীগ নেতা নেহালউদ্দীন, লোকমান হোসেন সহ সবস্তরের জনগণ ও বিভিন্ন স্রেনি পেশার লোক।

বক্তারা বলেন, বিল্লাল হত্যার ২ বছর পর গত বুধবার জড়িত থাকার দায়ে রতন হাজী নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআইয়ের পুলিশ। সে বর্তমানে ৩ দিনের পুলিশ রিমান্ডে রয়েছে। বাকী জড়ীত আসামিদের আইনের আওতায় এনে ফাঁসির আহবান জানান তারা। গত ২০২০ সালের ৭ ডিসেম্বর রাতে কুপিয়ে মাথা আলাদা করে ব্যবসায়ী বিল্লাল হোসেনকে হত্যা করেছিলো দুর্বৃত্তরা। 

Link copied!