Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাণীশংকৈলে হাত পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

মার্চ ৪, ২০২৩, ০৫:২৬ পিএম


রাণীশংকৈলে হাত পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হাত পা বাঁধা অবস্থায় সাইফুল ইসলাম (১৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ৪ মার্চ) সকালে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রামরাই দিঘির পুর্ব পাশে ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইফুল হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারের দামোল এলাকার নুর ইসলামের ছেলে।

নিহতের স্বজন ও থানা সূত্রে জানা যায় যে, গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা  ৬ টার পর অটোগাড়ি ও যাত্রীসহ রাণীশংকৈলে যাওয়ার পর অটোগাড়ি সহ নিখোঁজ হয় সাইফুল। সাইফুলের নিখোঁজের ব্যপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করা হয়। এমনকি থানাতেও জিডি করা হয়। কিন্তু সাইফুলের কোনো খোঁজ পাওয়া না গেলে শনিবার নিখোঁজ হবার ৫ দিন পর  অবশেষে রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘির পূর্ব পাশের ভুট্টা ক্ষেত  থেকে হাত-পা বাঁধা অবস্থায় মিলল সাইফুলের অর্ধগলিত লাশ।

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, ভুট্টাক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরএস

Link copied!