Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গৌরীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গৌরীপুর (ময়মনসিংহে) প্রতিনিধি

গৌরীপুর (ময়মনসিংহে) প্রতিনিধি

মার্চ ৪, ২০২৩, ০৫:৩৫ পিএম


গৌরীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে গত ১৯ ফেব্রুয়ারি বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা দায় দিয়ে কুপিয়ে কৃষক সজ্জাদুল হককে হত্যা করে। পরে ২০ ফেব্রুয়ারি নিহতের ছেলে আতাউর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, মামলা নং-২২।

দায়েরকৃত মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গৌরীপুর এসআই মোঃ শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (৩ মার্চ) রাত ৮টায় ত্রিশাল উপজেলার হরিরামপুর বাজার থেকে মামলার পলাতক আসামি বাবুলকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, ঘটনার পর দিন ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আরও একজনকে ত্রিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যহত আছে।

Link copied!