Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বরগুনায় আমার সংবাদ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

মার্চ ৫, ২০২৩, ০১:৩১ পিএম


বরগুনায় আমার সংবাদ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারাদেশের ন্যায় বরগুনায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে জাতীয় দৈনিক আমার সংবাদের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (৫ মার্চ) বেলা ১২টায় বরগুনা সদর উপজেলার রওশন আরা ভবনে জেলা প্রতিনিধির কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক আমার সংবাদের বরগুনা জেলা প্রতিনিধি মো: সানাউল্লাহ‍‍`র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক ভাটিয়ালী পত্রিকার সম্পাদক মো: এনামুল কবীর খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টুডে পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি মো: জহিরুল হক।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট ফোরাম এর সিনিয়র সহ-সভাপতি মাসুক খান রাজ,  শিক্ষানবিশ আইনজীবী হাফিজুর রহমান, বিজয় টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মো: জুলহাস মিয়া, দৈনিক বাংলা ৭১’র বরগুনা প্রতিনিধি আসাদ সবুজ, দৈনিক স্বাধীন বাংলা’র বরগুনা প্রতিনিধি মাসুম বিল্লাহ্, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি খান নাঈম, দৈনিক কালের ছবির জেলা প্রতিনিধি ইসাহাক জুয়েল, বরগুনা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক এম. মোরছালিন প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি এনামুল কবির খোকন বলেন, দৈনিক আমার সংবাদ পত্রিকা বিগত ১১ বছর যাবৎ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে পরিচিতি রয়েছে। সুনামের সহিত সত্য সংবাদ প্রকাশে নির্ভীক দৈনিক আমার সংবাদ। প্রতিষ্ঠাবার্ষীকির শুভেচ্ছা রইলো। সেই সাথে দৈনিক আমার সংবাদ  এবং এর সঙ্গে জড়িত সব কলা-কূশলীদের শুভেচ্ছা জানাচ্ছি।

এছাড়া অন্যান্য অতিথিগণ দৈনিক আমার সংবাদের ১১তম প্রতিষ্ঠাবার্ষীকিতে পত্রিকা ও সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।

Link copied!