Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কলারোয়ায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

মার্চ ৫, ২০২৩, ০৩:৩২ পিএম


কলারোয়ায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে এ মেলার উদ্বোধন করা হয়।

এর আগে কৃষি অফিসের সামনে থেকে এক বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবরারুর রহমান, কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ ইউনুস আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউল হক জিয়া, কলারোয়া উপজেলা কৃষক প্রতিনিধি আতিয়ার রহমানসহ প্রান্তিক কৃষকরা এবং কৃষি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ।

আগামী ৭ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা সমাপ্ত হবে।

Link copied!