Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

রোহিঙ্গাদের তিন ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

মার্চ ৫, ২০২৩, ০৪:২০ পিএম


রোহিঙ্গাদের তিন ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের তিনটি ক্যাম্পে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

রোববার (৫ মার্চ) বিকেল ৩টার পর এ ঘটনা ঘটে।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, উখিয়ার ১০, ১১ ও ১২ ক্যাম্পে আগুন লাগে। ক্যাম্পগুলোতে আগুন ছড়িয়ে পড়লে রোহিঙ্গারা ঘরবাড়ি ছেড়ে পালায়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত বছরের ৯ জানুয়ারি কক্সবাজারের উখিয়ার একটি শরণার্থী শিবিরে অগ্নিকাণ্ডে প্রায় ৬০০ ঘর পুড়ে যায়। একই বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে ১৫ রোহিঙ্গার মৃত্যু হয়। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে যায়।

এআরএস

 

Link copied!