Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সোনারগাঁওয়ে ডাবল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

মার্চ ৫, ২০২৩, ০৭:০৬ পিএম


সোনারগাঁওয়ে ডাবল হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি বিরোধের জের ধরে একই পরিবারের দুই ভাই হত্যা মামলায় এজাহার ভূক্ত আসামী মো. মামুন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কনফারেন্স কক্ষে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রেস বিফিং এর মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গোপন সংবাদের ভিওিত্বে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে আসামি মামুনকে গ্রেপ্তারকৃত করে পুলিশ। আসামী মামুন এ মামলার গ্রেফতারকৃত আসামি মহিউদ্দিনের ছেলে।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, হত্যার পর থেকে আসামীরা গা ঢাকা দিয়ে আসছিল। পরে পুলিশ পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিজানিক দল গাজীপুর, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলায় সাড়াশি অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে মামুন নামে এ মামলার অপর এক আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে আসামি মামুন এ ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করেছে। আসামীর বিরুদ্ধে আদালতে পাঠানোর প্রক্রিয়াধীন চলছে।

আরএস

Link copied!