Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিরাজগঞ্জে গাড়ি চাপায় প্রাণ গেল ৩ কলেজছাত্রের

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ প্রতিনিধি :

মার্চ ৬, ২০২৩, ০২:১৬ পিএম


সিরাজগঞ্জে গাড়ি চাপায় প্রাণ গেল ৩ কলেজছাত্রের

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) সকাল ৭ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে বাকিজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. বদরুল কবীর বলেন, সকালে একটা মোটরসাইকেলে করে ৩ জন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকি যাচ্ছিল। তারা মানান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে তাদের পিছন থেকে অজ্ঞাত কোনো গাড়ি চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ গুলো উদ্ধার করে নিয়ে আসে। তবে চাপা দেওয়া গাড়িটি এখনো সনাক্ত করা যায়নি। তবে এটুকু জানতে পেরেছি তারা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

আরএস

Link copied!